Bholachang High School
Nabinagar,Brahmanbaria.
EIIN:103395,   Institute Code:9061

History

College Features

তাই আমরা যেন প্রাপ্ত আনন্দের মুর্হুতগুলোকে বেদনার চাদরে না জড়িয়ে আনন্দ গুলো উপভোগ করি। শিক্ষার মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো হলো শিক্ষক, শিক্ষাক্রম, উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি, প্রয়োজনীয় পরিবেশ, ধারাবাহিক পর্যবেক্ষন ও অভিভাবকের সচেতনতা। ধারাবাহিকভাবে এ সকল উপাদানের মাধ্যমে শিক্ষার গুনগত মানের উন্নয়ন ও ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত একটি মান সম্মত সিলেবাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা দিয়ে আসছে। মেধাবী ছাত্রদের মেধা বিকাশ ও দুর্বল ছাত্রদেরকে ঘরোয়া পরিবেশে পাঠদানের মাধ্যমে সঠিক সময়ে ইনকোর্স ও সেমিষ্টার পরীক্ষা সম্পন্ন করে থাকে।