Bholachang High School
Nabinagar,Brahmanbaria.
EIIN:103395,   Institute Code:9061

History

History of Our Institute

একটি দক্ষ পরিচালনা পর্যায়ের দূরদর্শী দিক নির্দেশনায় নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের স্বপ্ন যাত্রা।

Education is what we acquire from formal institution for operating our life and are able to use it for the betterment of human being, nation and global world. যথার্থ মানুষ গড়ার হাতিয়ার হলো শিক্ষা আর এ শিক্ষার জন্য চাই সুপরিকল্পিত পাঠ্যক্রম, একনিষ্ঠ তত্ত্বাবধান এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। অল্পবয়সী শিশুদের মনগুলো অতি নমনীয়। তাই তাদেরকে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হলে তাদের অভিভাবকদের অবশ্যই শুরু থেকে যত্নবান ও সচেতন হতে হবে।